¡Sorpréndeme!

যে সুত্র ধরে গ্রেফতার করা হয় মজনুকে | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় র‌্যাব যাকে গ্রেফতার করেছে তার নাম মজনু। গ্রেফতার মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু নিজেই স্বীকার করেছে সে একজন সিরিয়াল রেপিস্ট।

গ্রেফতার মজনুকে নিয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে করে র‌্যাব। সেখানে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/551192